HS geography ABTA test paper solved 2020 page AC 255 SAQ

HS geography ABTA test paper solved 2020 SAQ


 1.ভাদোস জল কাকে বলে?
উঃ- জল পিঠের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়
তাকে ভাদোস জল বলে
   
   2.অ্যাটল কী?
উঃ- যখন উপকুল থেকে বহুদূরে সমুদ্রের মাঝে বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তখন
তাকে অ্যাটল বলে

অথবা, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল কি ধরনের উপকূল?
উঃ- রিয়া উপকূল
   
   3.পেনিপ্লেন কাকে বলে?
উঃ- স্বাভাবিক ক্ষয় চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমির
সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলে
   
   4.পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও
উঃ- নদীর উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে
তাকে পূর্ববর্তী নদী বলে

   5.সোলাম কাকে বলে? 
উঃ- আদি শিলার উপরে অবস্থিত A B স্তরকে একত্রে সোলাম বলে

অথবা, অম্লমাটিতে জন্মানো উদ্ভিদকে কি বলে?
উঃ- অক্সিলোফাইট  

   6.MONEX কী?
উঃ- উপগ্রহ মারফত মৌসুমি বায়ুগবেষণা সংক্রান্ত কর্মসূচী হল MONEX

অথবা, লা-নিনা কাকে বলে?
উঃ- এলনিনার বিপরীত পর্যায় হল লা-নিনা, সেক্ষেত্রে পূর্ব প্রশান্ত মহাসাগরের শীতল জলের নিবিড়তা
বৃদ্ধি পায় এবং বাণিজ্য বায়ুর শক্তি বৃদ্ধি পায়

   7.অক্লুডেড সীমান্ত দেখা যায় কোন ধরনের ঘুর্নবাতে?
উঃ- নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘুর্নবাতে

   8.গ্লেইজেশন কী?
উঃ- জলমগ্ন অঞ্চলে জারণ প্রক্রিয়ার তুলনায় বিজারণ প্রক্রিয়া অধিক সক্রিয় হওয়ায় মৃত্তিকায়
জৈবঅম্ল গঠিত হয় এবং মৃত্তিকার রঙ বাদামী না হয়ে ধূসর বা সবুজ বা নীলাভহয়,
মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে

   9.ইন ভিট্রো সংরক্ষণ কী?
উঃ-  অতি শীতল সংরক্ষণ ব্যবস্থায় যেসব সংরক্ষণ করা হয়, তাকে ইনভিট্রো সংরক্ষণ বলে

   10.অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় কি ধরনের দুর্যোগ প্রায় ঘটে?
উঃ- বন্যা
   11.নির্নায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? 
উঃ- পঞ্চম শ্রেণীর

অথবা, ভারতের প্রধান দুটি সয়াবিন উৎপাদন কারী রাজ্যের নাম লেখো?
উঃ- মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র
   
   12.জাপানের বৃহত্তম ইস্পাত সংস্থার নাম কী?
উঃ- ইয়াওয়াটা

অথবা, পৃথিবীর ব্যাস্ততম সমুদ্রপথ কোনটি?
উঃ- উত্তর আটলান্টিক জলপথ

   13.সেন্সাস শহর কাকে বলে?
উঃ- ভারতীয় জনগণনা অনুসারে যেসব শহরের জনসংখ্যা কমপক্ষে 5000 জন, জনঘনত্ব প্রতি
বর্গকিমিতে 400 জন পুরুষকর্মীর ন্যূনতম 75% কৃষিকাজ ছাড়া অন্য কোন কাজে নিযুক্ত
সেইসব শহরকে সেন্সাস শহর বলে

অথবা, শুষ্কবিন্দু বসতি কী?
উঃ- বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচুস্থানগুলিতে বিক্ষিপ্ত ভাবে
বসতি গড়ে উঠলে তাকে শুষ্কবিন্দু বসতি বলে

   14.পরিকল্পনা অঞ্চল কাকে বলে?
উঃ- পরিকল্পনা অঞ্চল হল সহধর্মী অর্থনৈতিক, ভুপ্রাকৃতিক বৈশিষ্টযুক্ত দৈশিক একক যেখানে নির্দিষ্ট
সময়কালের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রুপায়ন করা হয়

অথবা, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝ?
উঃ- পাকিস্তানি অর্থনীতিবিদ মেহেবুব উল হক 1990 সালে সর্বপ্রথম মানব উন্নয়ন সূচকের ধারনা উপস্থাপন
করেন, এই সূচকের সাহায্যে বিভিন্ন দেশের দারিদ্র্য, স্বাক্ষরতা, শিক্ষাগত সাফল্য, প্রত্যাশিত আয়ু,
শিশুর জন্মহার এবং আরও অন্যান্য বিষয় পরিমাপ করা যায়

     HS geography ABTA test paper 

HS geography ABTA test paper solved 2020 page AC 255

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ABTA টেস্ট পেপার সমাধান 2020

Watch this video:







HS geography, HS geography ABTA test paper solved 2020, HS geography ABTA test paper solved 2020 page AC 255





Reactions

Post a Comment

0 Comments