Class 7 bengali question paper 2nd summative 2025

Class 7 bengali question paper 2nd summative 2025 


দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন


শ্রেণী – সপ্তম       বিষয় – বাংলা 

                                               সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট                   পূ. মা. ৫০ 

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো চারটি)                       ১ x ৪ = ৪
১.১ নজরুল গান গাইছিলেন— (ক) হারমোনিয়াম (খ) তবলা (গ) সেতার (ঘ) খোল বাজিয়ে
১.২ আইনস্টাইন কত শতাব্দীর মানুষ ছিলেন? (ক) সপ্তদশ (খ) অষ্টাদশ (গ) ঊনবিংশ (ঘ) বিংশ শতাব্দীর
১.৩ ‘মেঘ-চোর' গল্পে অসীমার বয়স — (ক) কুড়ি (খ) সাতাশ (গ) তিরিশ (ঘ) সাঁইত্রিশ বছর
১.৪ মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হল – (ক) আবিষ্কারের (খ) হাঁটার (গ) মনের (ঘ) কল্পনার
১.৫ জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখিকা হলেন - – (ক) রবীন্দ্রনাথ (খ) সরলাদেবী (গ) আশাপূর্ণা  (ঘ) রামকুমার
২. নীচের যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও                                 ১ x ৫ = ৫
২.১ রামকুমার চট্টোপাধ্যায় রচিত আত্মজীবনীটির নাম কী?
২.২ প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে ?
২.৩ রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগণমন'-র যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো।
২.৫ অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল?
২.৬ “আমার রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করেছে।”—কেন রক্ত টগবগ করে ফুটতে আরম্ভ করেছিল?
৩. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও                                    ৩ x ২ = ৬
৩.১ টীকা লেখো : জাতীয় সঙ্গীত
৩.২ “বাইরের চলাটা আসল চলা নয়” – লেখকের মতে আসল চলা কোনটি ?
৩.৩  “ওই পাহাড়টার নাম জান?”—প্রশ্নকর্তার পরিচয় দাও। তিনি কাকে এই প্রশ্ন করেন? শ্রোতা তার উত্তরে কী জানিয়েছে ?
৪ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো চারটি)                          ১ x ৪ = ৪
৪.১ ‘নোট বই' কবিতায় কাকে লণ্ঠন আনতে বলা হয়েছে? (ক) হরি (খ) রামা (গ) মেজদা (ঘ) রাম 
৪.২ ‘কালস্রোত’ বলতে বোঝায়—(ক) নদীর স্রোত (খ) সমুদ্রের স্রোত (গ) সময়ের স্রোত (ঘ) রাত্রির স্রোত
৪.৩ জোয়ানের আরকে থাকে—(ক) ঝাল (খ) ঝাঁজ (গ) টক (ঘ) মিষ্টি
৪.৪ সন্ধ্যা সেখানে জড়ো করে—(ক) শঙ্খরব (খ) উলুধ্বনি (গ) হাততালি (ঘ) জনমত
৪.৫ চিরদিনের কবিতায় গ্রামটি হল ? (ক) ভীরু (খ) সাহসী (গ) লাজুক (ঘ) সন্ত্রস্ত
৫ যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও                             ১ x ৫ = ৫  
৫.১ “ওরা ভেবেছিল মনে”—তারা কী ভেবেছিল?
৫.২ “বলবে কী, তোমরাও নোটবই পড়োনি।”—নোটবই পড়লে আর কী কী জানা যাবে?
৫.৩ কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে?
৫.৪ ঠাকুমা কখন, কাকে গল্প শোনায় ?
৫.৫ স্বদেশি মিটিং এর রীতি কী ছিল ?
৫.৬ “বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে” কে বিদ্রোহ করে ? 
৬. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও                         ৩ x ২ = ৬
৬.১ “দরিদ্র আছিল তারা”—কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন ?
৬.২ চিরদেনের কবিতায় বাংলার পল্লি প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় বর্ণনা কর।
৬.৩ “মানব হৃদয় ভূমি করি অধিকার” – কারা কীভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে ?
৭ নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও                         ১ x ৪ = ৪
৭.১ সোনা-টিয়া খরগোশদের কী নাম দিতে চেয়েছিল ?
৭.২ হোটেলওলার ভাই লুকিয়ে বনে আসত কেন ?
৭.৩ গাছঘরে কী দেখে সোনা ও টিয়ার হাত-পা ঠান্ডা হয়ে যায় ?
৭.৪ বেহারি আসলে কার নাম ছিল ?
৭.৫ সং হপ্তায় কতবার অফিসে যেত ?
৯. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো আটটি)               ১ x ৮ = ৮
৯.১ সঠিক বানানটি চিহ্নিত করো—(ক) কালীদাস (খ) কালিদাস
৯.২ প্রদত্ত কোন্ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? (ক) মণ্ডপ (খ) পঙ্কজ (গ) গায়ক (ঘ) পরিধি
৯.৩ প্রদত্ত কোটি শব্দদ্বৈত-র উদাহরণ নয়? (ক) আলাপ সালাপ (খ) ঝমঝম (গ) যাই যাই (ঘ) হেসেখেলে
৯.৪ কোন্ বানানটি ভুল? (ক) সন্ধ্যা (খ) সন্তান (গ) বিষম (ঘ) ষোর
৯.৫ মিশ্র শব্দ কোনটি ? (ক) কম্বল (খ) নেবু (গ) স্ত্রী (ঘ) জামাইবাবু 
৯.৬ যে শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে—
(ক) রুঢ় শব্দ (খ) যৌগিক শব্দ (গ) যোগরূঢ় শব্দ (ঘ) শব্দদ্বৈত
৯.৭ “ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খেতে হয়”—এই বাক্যে ‘ঘণ্টায় ঘণ্টায়' শব্দদ্বৈতটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নিয়মিত অর্থে (খ) অনুকরণ অর্থে (গ) গভীরতা অর্থে (ঘ) আসন্ন অর্থে৯.৮ করে মাথা ঘুরছে । (ক) বনবন (খ) গনগন (গ) কড়কড় (ঘ) টুংটাং
৯.৯ ঠিক বানানটি বেছে নাও । (ক) ফাল্গুণ (খ) দুর্গা (গ) অদ্ভূত (ঘ) বীপদ
১০ যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রছনা করো (কমবেশি ৩০০ শব্দে)       ৮ x ১ = ৮
১০.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান           ১০.২ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভুমিকা
 
                          

Class 7 bengali question paper 2nd summative 2025 


Reactions

Post a Comment

0 Comments