রেখা চিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম life cycle of fern

 রেখাচিত্রের সাহায্যে একটি ফার্ণের জনুক্রম ব্যাখ্যা করো 

রেখা চিত্রের সাহায্যে ফার্ণের জনুক্রম

ফার্ণের জনুক্রম 


ফার্নের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম উপস্থিত। ফার্ণে মূল উদ্ভিদদেহে রেনুধর এবং ডিপ্লয়েড প্রকৃতির। রেনুধর উদ্ভিদের রেণুস্থলীতে রেণু সৃষ্টি হয়। ডিপ্লয়েড রেনুমাতৃকোষ (2n) মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু (n) উৎপন্ন করে। রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ সৃষ্টি করে। লিঙ্গধর উদ্ভিদে পুংধানী ও স্ত্রীধানী উৎপন্ন হয় পুংধানীতে শুক্রাণু (n) এবং স্ত্রীধানীতে ডিম্বাণু (n) উৎপন্ন হয়। নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন করলে ভ্রুনানু (2n) বা জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে ভ্রূণ এবং ভ্রূণ থেকে রেণুধর দেহ (2n) উৎপন্ন হয়।


tags:

class 10

life science

life cycle of fern 

class 10 model set 

ফার্নের জনুক্রম


Reactions

Post a Comment

0 Comments