ABTA test paper geography SAQ solve hs with pdf download 2020 page AC 236


 ABTA test paper geography SAQ solve hs with pdf 


   1.  প্রবাল প্রাচীরের শ্রেণিবিভাগ করো
উঃ- i. প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর
   ii. প্রতিবন্ধক প্রবাল প্রাচীর
  iii. অ্যাটল
   
   2.  পৌরপুঞ্জের সংজ্ঞা দাও
উঃ- একাধিক শহর বাড়তে বাড়তে পরস্পর মিলিত হয়ে যে ছেদহীন বহুদূর বিস্তৃত
পৌর অঞ্চল গঠিত হয়, তাকে পৌরপুঞ্জ বলে

অথবা, এলুভিয়েশন কাকে বলে?
উঃ- মৃত্তিকার দ্রবণীয় সূক্ষ্ম পদার্থ গুলি বৃষ্টির জলের দ্বারা মৃত্তিকার ওপরের
স্তর থেকে নিচের স্তরে চরমভাবে ধুয়ে যাওয়া বা স্থানান্তর কে এলুভিয়েশন বলে
  
  3. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে?
উঃ- কোয়েম্বাটুরকে

  4. শস্য সমন্বয় কাকে বলে?
উঃ- একটি অঞ্চলে যে বিভিন্ন প্রকার শস্য চাষ হয় তাদের একত্র সমাবেশকে শস্য সমন্বয় বলে

অথবা, জলবিন্দু বসতি কাকে বলে?
উঃ- শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে

  5. ঘুর্নবাত প্রতীপ ঘুর্নবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো
উঃ- ঘুর্নবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ এবং প্রতীপ ঘুর্নবাতের 
কেন্দ্রে থাকে উচ্চচাপ

  6. কেরালায় স্থানান্তর কৃষির নাম কী?
উঃ- পোনম

অথবা, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও
উঃ- প্রধানত শাসনতান্ত্রিক পরিসীমার মধ্যে অবস্থিত তৃতীয় পর্যায়ের অঞ্চলকে ক্ষুদ্র পরিকল্পনা
অঞ্চল বলে
  
  7. পরিবহনের মুখ্য উদ্দেশ্য কী?
উঃ- স্থানান্তরযোগ্য দ্রব্যসামগ্রী মানুষকে এক স্থান থেকে 
অন্য স্থানে পৌঁছে দেওয়া

  8. হেলিওফাইট কী?
উঃ- যে সমস্ত উদ্ভিদ অতিরিক্ত লবণাক্ত মৃত্তিকায় জন্মে প্রতিকুল পরিবেশের সঙ্গে
নিজেদের মানিয়ে নেয় তাদের হেলিওফাইট বলে

অথবা, আর্টেজিও কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়?
উঃ- প্রবেশ্য শিলাস্তরে

  9. বিপর্যয় প্রশমনের দুটি কৌশল উল্লেখ করো
উঃ- i. ত্রাণ কার্য চালানোর জন্য পরিকল্পনা
   ii. ত্রাণ শিবিরের জন্য অঞ্চল নিরীক্ষণ

অথবা, শ্বেত বিপ্লবের দুটি সমস্যা লেখো
উঃ- i. উন্নত প্রজাতির পশুর অভাব
   ii. অনুন্নত পরিবহন ব্যাবস্থা

  10.অন্ধ উপত্যকা কাকে বলে?
উঃ- কার্স্ট অঞ্চলে নিমজ্জিত নদীর উজানের দিকে উর্দ্ধপ্রবাহ এবং নদী স্রোতের
প্রবল নিম্ন উৎসমুখি ক্ষয়ের প্রভাবে ভূপৃষ্ঠের উপত্যকা গভীরতর হয় এবং
নিচের শুষ্ক উপত্যকাতল অপেক্ষা গভীর হয় শুষ্ক উপত্যকাকে কানা গলির
মতো দেখতে হয় বলে একে অন্ধ উপত্যকা বলে

  11.জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারন লেখো
উঃ- i. জলবায়ুর পরিবর্তন
   ii. বহিরাগত প্রজাতির প্রাদুর্ভাব

  12.বিশুদ্ধ কাঁচামাল কী?
উঃ- যেসব কাঁচামাল শিল্পজাত পণ্যে রূপান্তরিত হলেও তাদের ওজন কমে না,
সেগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে

অথবা, তথ্য বলতে কী বোঝ?
উঃ- কোন বস্তু বা উপাদান ব্যাক্তি সম্পর্কে সুনির্দিষ্ট সংবাদ সেই সংক্রান্ত জ্ঞানকে
তথ্য বলে
  13.রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণিবিভাগ করো
উঃ- i. আম্লিক মৃত্তিকা
   ii. ক্ষারকীয় মৃত্তিকা
   iii. প্রশমিত মৃত্তিকা

অথবা, বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের দুটি প্রভাব লেখো
 উঃ- i. পরিব্রাজনের ফলে জনঘনত্বের পরিবর্তন ঘটে
    ii. পরিব্রাজনের ফলে ধর্ম, ভাষা, রীতিনীতি ইত্যাদিরও পরিবর্তন ঘটে
  
  14.পাদ সমভূমির সংজ্ঞা দাও
উঃ- মরু অঞ্চলে উচ্চভূমির সম্মুখভাগে আবহবিকার, জলধারা বায়ুর মিলিত কার্যের ফলে
শিলাখন্ড সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয় তাকে পাদ সমভূমি বলে

ABTA test paper geography SAQ solve hs page AC 236

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল ABTA test paper সমাধান 2020

PDF download link: DOWNLOAD


Reactions

Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.