FAO/WHO Guidelines for the Prevention of Malnutrition
শিশুদের অপুষ্টি প্রতিরোধে FAO/WHO এর নির্দেশিকা
শিশুদের অপুষ্টি প্রতিরোধে FAO/WHO এর নির্দেশিকাগুলি উল্লেখ করো।
শিশুদের অপুষ্টি প্রতিরোধের জন্য FAO এবং WHO এর বিশেষজ্ঞরা একটি নির্দেশিকায় কিছু ব্যবস্থা সুপারিশ করেছেন সেগুলো নিচে আলোচনা করা হলো -পুষ্টি শিক্ষা:-
i. প্রত্যেকটি মায়ের জন্য উপযুক্ত পুষ্টি সম্বন্ধে শিক্ষার ব্যবস্থা করতে হবে সন্তানকে সঠিকভাবে খাওয়ানোর বিষয়ে জ্ঞানলাভ করাতে হবে।
ii. মাতৃদুগ্ধ পান করানোর সুবিধা এবং সুফলগুলি সম্বন্ধে মায়েদের সচেতন করতে হবে যাতে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে উৎসাহ বোধ করেন।
i. প্রত্যেকটি মায়ের জন্য উপযুক্ত পুষ্টি সম্বন্ধে শিক্ষার ব্যবস্থা করতে হবে সন্তানকে সঠিকভাবে খাওয়ানোর বিষয়ে জ্ঞানলাভ করাতে হবে।
ii. মাতৃদুগ্ধ পান করানোর সুবিধা এবং সুফলগুলি সম্বন্ধে মায়েদের সচেতন করতে হবে যাতে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে উৎসাহ বোধ করেন।
iii. সঠিকভাবে শিশুর যত্ন ও পরিচ্ছন্নতা সম্বন্ধে মায়েদেরকে বিশেষভাবে সচেতন করতে হবে।
টিকা প্রদান ও রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ:-
i. সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে শিশুদের অনাক্রম্যতা গড়ে তুলতে হবে।
ii. রোগাক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
iii. নির্দিষ্ট সময় অন্তর শিশুকে চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
পরিবার পরিকল্পনা সম্বন্ধে শিক্ষা:-
i. পারিবারিক পরিবেশের উন্নতি সহ পরিবার পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ii. দুটি সন্তানের জন্মের সময়ের ব্যবধান রক্ষা করতে হবে।
এছাড়াও, শিশুদের জন্য পরিপূরক খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং মাল্টিমিনারেল ও মাল্টিভিটামিন ট্যাবলেট প্রদান করতে হবে।
টিকা প্রদান ও রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ:-
i. সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে শিশুদের অনাক্রম্যতা গড়ে তুলতে হবে।
ii. রোগাক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
iii. নির্দিষ্ট সময় অন্তর শিশুকে চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
পরিবার পরিকল্পনা সম্বন্ধে শিক্ষা:-
i. পারিবারিক পরিবেশের উন্নতি সহ পরিবার পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ii. দুটি সন্তানের জন্মের সময়ের ব্যবধান রক্ষা করতে হবে।
এছাড়াও, শিশুদের জন্য পরিপূরক খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং মাল্টিমিনারেল ও মাল্টিভিটামিন ট্যাবলেট প্রদান করতে হবে।
tags:
class 11 nutrition notes
hs nutrition notes
malnutrition
fao guidelines
who guidelines
0 Comments
Please do not enter any spam link in the comment box.