![]() |
Happy Teachers Day |
Teachers Day Speech in Bengali
Happy Teachers Day
শুভ শিক্ষক দিবস
5th September বিশেষ একটি দিন। এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এই দিনে সকল শিক্ষকদের সম্মান জানানো হয়। আমার প্রথম শিক্ষক হলেন আমার বাবা মা তাই আমি আমার বাবা মাকে জানাই শতকোটি প্রণাম এবং সেই সাথে সকল শিক্ষক মহাশয়দেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা। একজন শিক্ষক হলেন সমাজের মেরুদন্ড, বাবা মা যেমন ভাবে একটি শিশুকে জন্ম দেওয়ার পর তাকে লালন পালন করে প্রাথমিক শিক্ষা দান করে সুন্দর ভাবে গড়ে তোলে ঠিক তেমন ভাবেই প্রতিটি সফল মানুষের সফলতার পেছনে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। একজন ছাত্রকে শিক্ষার আলোয় আলোকিত করে সঠিক পথ দেখিয়ে দেন একজন শিক্ষক। একজন আদর্শ শিক্ষকই পারেন একটা সমাজকে সঠিক ভাবে গড়ে তুলতে। আজ ৫ ই সেপ্টেম্বর যা একজন আদর্শ মানুষের জন্মদিন, সেই আদর্শ ব্যক্তিটি হলেন ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। যিনি জন্মগ্রহন করেছিলেন 1888 সালের 5 ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুত্থানি শহরে। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তাছাড়াও তিনি ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক। সর্বোপরি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। একদিন ছাত্রছাত্রীরা সেই মহান মানুষটির কাছে আবদার করেন, স্যার আমরা আপনার জন্মদিন উদযাপন করতে চাই, কিন্তু তিনি উত্তরে বলেছিলেন তোমরা আমার জন্মদিন পালন করো কিন্তু সেটা আমার জন্মদিন হিসাবে নয় এই দিনটি পালন করো সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে। অতএব এই 5ই সেপ্টেম্বর দিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো তাতেই আমি খুশি হবো। আর সেই দিন থেকেই আজও আমরা সেই মহান মানুষটির জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করে আসছি। শুধুমাত্র বছরের এই একটি দিন সম্মান জানালে হবেনা আমাদের উচিত চিরদিন শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাই সবশেষ আবারও সকল শিক্ষকদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। আপনারা সকলেই ভালো থাকুন।
0 Comments
Please do not enter any spam link in the comment box.