আন্ত্রিক রসের উৎস, উপাদান ও কাজ
Source, ingredients and functions of intestinal juice
সংজ্ঞা :-ক্ষুদ্রান্তের শ্লৈষ্মিক স্তরের আন্ত্রিক
গ্রন্থিসমুহ থেকে নিঃসৃত মিউসিনযুক্ত, তীব্র ক্ষারীয়,
ঈষৎ হলদে, পাতলা তরলকে আন্ত্রিক রস
বলে
আন্ত্রিক রসের
উৎস :- ক্ষুদ্রান্তে অবস্থিত আন্ত্রিক গ্রন্থি
আন্ত্রিক রসের উপাদান :- জল (98.5%) কঠিন উপাদান (1.5%)
কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান থাকে (0.7%) এবং অজৈব উপাদান থাকে (0.8%)
কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান থাকে (0.7%) এবং অজৈব উপাদান থাকে (0.8%)
জৈব উপাদান :- শ্লেষ্মা বা মিউসিন, নিউক্লিয়েজ, সক্রিয় এন্টারোপেপটাইডেজ, সুক্রেজ, মলটেজ, আইসোমলটেজ,
ল্যাকটেজ, লাইপেজ ইত্যাদি
ল্যাকটেজ, লাইপেজ ইত্যাদি
অজৈব উপাদান:-ক্যালশিয়াম,
সোডিয়াম, পটাশিয়ামের বাইকার্বোনেট, কার্বোনেট,
ফসফেট, ক্লোরাইড লবণ ইত্যাদি
আন্ত্রিক রসের বিভিন্ন উপাদানগুলি রেখা চিত্রের মাধ্যমে দেখানো হল -
আন্ত্রিক রসের কাজ:-
- এন্টারোকাইনেজ বা এন্টারোপেপটাইডেজ ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে।
- আইসোমলটেজ আইসোমলটোজ ও সীমিত ডেক্সট্রিনকে 2 অণু গ্লুকোজে পরিণত করে।
- মলটেজ মলটোজকে 2 অণু গ্লুকোজে পরিণত করে।
- সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে।
- ল্যাক্টেজ ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে।
- লাইপেজ ট্রাইগ্লিসারাইডকে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে।
- মিউসিন ক্ষুদ্রান্তের অভ্যন্তরে উপরিতলকে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে
- আন্ত্রিক রসের এন্টারোকাইনিন আন্ত্রিক রস ক্ষরণে উদ্দীপনা যোগায়
- ইরেপ্সিন লোয়ার পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে
- আন্ত্রিক রসে থাকা অজৈব উপাদান গুলি পাকমণ্ডকে আংশিকভাবে প্রশমিত করে


0 Comments
Please do not enter any spam link in the comment box.