H.S WBTA test paper nutrition SAQ 2020 Page 417
1. সহ উৎসেচক কাকে বলে?
উঃ উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন, তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থাকে এবং যা উৎসেচককে বিশেষ সক্রিয়তা প্রদান করে, তাকে কো-এনজাইম বা সহ উৎসেচক বলে ।
যেমন - NADP, NAD ইত্যাদি
2. লাইসোজাইম কী?
উঃ- এটি লালারসে উপস্থিত একটি উৎসেচক
অথবা, স্নেহকনিকা বা মিশেল কী?
উঃ- পিত্তলবন মনোগ্লিসারাইডের সঙ্গে মিলিত হয়ে যে স্নেহবিন্দুকনা গঠন করে তাকে মিশেল বলে
3. গ্লুকোনিওজেনেসিস বলতে কী বোঝ?
উঃ যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট পদার্থগুলি গ্লুকোজে
পরিণত হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে ।
4. PAR বলতে কী বোঝ?
উঃ- Physical Activity Ratio
অথবা, ICMR অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা দাও
উঃ- 18 - 29 বছর বয়স্কা, 55kg ওজন বিশিষ্ট, 1.60m. উচ্চতা, BMI 21.2, গর্ভবতী কিংবা প্রসূতি নন, নীরোগ, শারীরিকভাবে কর্মক্ষম মহিলা যিনি দিনে 8 ঘণ্টা মাঝারী পরিশ্রম করেন তাকে পুরো নারী বা রেফারেন্স ওম্যান বলে
5. পলিইউরিয়া ও পলিফাজিয়া কী?
উঃ ডায়াবেটিস মেলিটাস রোগে রোগীর মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়,একে পলিইউরিয়া বলে ।
পলিফাজিয়া হল অতিরিক্ত ক্ষুধা জনিত রোগ ।
অথবা, GOR কী?
উঃ- Gastro-Oesophageal Reflux
6. T3 ও T4 হরমোনের সম্পূর্ণ নাম লেখো
উঃ- T3- Triiodothyronine
T4- Tetraiodothyronine/ Thyroxine
7. সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়?
উঃ- উচ্চরক্তচাপ এবং হৃদ সংবহনে আক্রান্ত রোগীদের ।
অথবা, কাইলোনিশিয়া কী?
8. পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুগ্ধ সংরক্ষণ উদ্দেশ্য কী?
উঃ দুধের মধ্যে মিশে থাকা বিভিন্ন ধরনের জীবাণুর ধ্বংস করা।
9. ACU বলতে কী বোঝ?
উঃ- Adult Consumption Unit
10. NNMB এর পুরো নাম লেখো
উঃ- National Nutrition Monitoring Bureau
অথবা, পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?
উঃ- খাদ্য সম্পর্কে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী, কুখাদ্যাভ্যাস, ভ্রান্ত ধারনা ইত্যাদি দূর করা
11. WHO/UNICEFএর সুপারিশ অনুযায়ী ORS পাউডারের সোডিয়াম বাই কার্বোনেট ও পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 লিটার জলে কত?
উঃ- সোডিয়াম বাই কার্বোনেট 2.5gm এবং পটাশিয়াম ক্লোরাইডের 1.5gm
12. কেরাটোম্যালেশিয়া কী?
উঃ- Vit A এর অভাবে এই রোগ হয়, এই অবস্থায় চোখের মণির আবরণী কলার কোশগুলি নষ্ট হয়ে যায়, এবং মণিটি একটি পুরু দুধের আস্তরণে ঢাকা পড়ে যায়।
অথবা, পার্নিশিয়াস অ্যানিমিয়ার কারন কী?
উঃ- ভিটামিন B12 এর অভাবে হয়
13. রান্নাঘর সংলগ্ন সব্জি বাগানের দুটি সুবিধা লেখো
উঃ- i. প্রাত্যহিক রান্নায় সব্জির জোগান
ii. পরিবারের সদস্যরা অবসর সময়ে বাগানে কাজ করে আনন্দ পায়
অথবা, কোয়াশিওরকর রোগের দুটি লক্ষণ লেখো
উঃ- i. ত্বকে বিভিন্ন ঘা সৃষ্টি হয়
ii. দেহের বিভিন্ন অংশে জল জমে শোথ দেখা যায়
14. NNAPP এর সুবিধা প্রাপক কারা?
উঃ- যেসব জননী ও শিশুদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 100cc রক্তে 8-10gm এর কম তারা এই সুবিধার প্রাপক
HS WBTA test paper solved nutrition SAQ 2020
উচ্চমাধ্যমিক পুষ্টিবিজ্ঞান WBTA test paper সমাধান 2020
PDF download: DOWNLOAD
0 Comments
Please do not enter any spam link in the comment box.