Geography hs most important SAQ questions and answers.

            উচ্চমধ্যমিক ভূগোল সাজেশন
সংক্ষিপ্ত উত্তর দাও:-

সিটিং কাকে বলে?
শীতপ্রধান অঞ্চলে ভূমির ওপর সঞ্চিত বিপুল পরিমাণে বরফের স্তূপ অপসারিত হলে নিচের শিলাস্তর চাপমুক্তির কারণে প্রসারিত হয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়।একে সিটিং বলে।

ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতোলিকরণ কোন প্রক্রিয়ায় ঘটে থাকে?
পর্যায়ন প্রক্রিয়ায়।

উৎস্যন্দ জল এর উৎস কী?
অগ্ন্যুৎপাতের সময় যখন ম্যাগমা নির্গত হয় তখন বিভিন্ন প্রকার খনিজ মিশ্রিত গরম জলও বেরিয়ে আসে,একে উৎস্যন্দজল বলে।

ভৌমজলের ভূপৃষ্ঠীয় উচ্চতা কী দিয়ে মাপা হয়?
Piezometer দিয়ে।

ফেচ কী?
সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য ফেচ নামে পরিচিত।

সমুদ্রের বৃষ্টি অরণ্য কাকে কেন বলা হয়?
জীব বৈচিত্র্যর প্রাচুর্যের জন্য প্রবাল প্রাচীর কে বলা হয়।

অনুগামী নদী কাকে বলে?
ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদীকে অনুগামী নদী বলে।

সোলাম কী?
মৃত্তিকা অনুক্রমের A ও B স্তর কে একত্রে সোলাম
বলে।

স্কোয়াল লাইন কী?
মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ ঘুর্নবাতের প্রবাহপথের ডানদিকে একটি রেখা বরাবর অসংখ্য বজ্র ঝঞ্ঝা সৃষ্টি হয়, তাই একে স্কোয়াল লাইন বলে।

LZI কী?
যখন রসবি তরঙ্গের আকার বড় হয় এবং অক্ষাংশগত বিস্তার সুবিশাল হয়, সেই অবস্থাকে LZI বলে।

Monex কী?
উপগ্রহ মারফত মৌসুমী বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে Monex বলে।

জলবিন্দু বসতি কী?
শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে।

পরিকল্পনা অঞ্চল কাকে বলে?
প্রথাগত এবং কার্যকরী অঞ্চলের মিলনে যে নতুন অঞ্চল গড়ে তোলা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে।


Reactions

Post a Comment

0 Comments