What is metabolism || Types of metabolism || বিপাক কী || বিপাকের শ্রেণীবিভাগ

metabolism types

Metabolism 

বিপাক 


বিপাক বলতে কী বোঝ? উদাহরণ সহ আলোচনা কর।

বিপাকের সংজ্ঞা:-

জীবের প্রাণ ধারণের জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমে অবিরাম যেসব সংশ্লেষমূলক ও ভাঙ্গনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদের সমষ্টিগত ভাবে বিপাক বা Metabolosm বলে।

বিপাকের শ্রেণীবিভাগ

বিপাক এর শ্রেণীবিভাগ:-  বিপাক দুই রকমের হয়ে থাকে যথা উপচিতি বিপাক ও অপচিতি বিপাক।

উপচিতি বা গঠনাত্মক বিপাক:- যে জৈব রাসায়নিক প্রক্রিয়া দ্বারা কোষের মধ্যে বিভিন্ন সরল যৌগ থেকে জটিল যৌগ উৎপন্ন হয় এবং যার ফলে দেহের শুষ্ক ওজন বেড়ে যায় তাকে উপচিতি বিপাক বা গঠনাত্মক বিপাক বলে।

যেমন সালোকসংশ্লেষ, গ্লাইকোজেনেসিস,  গ্লুকোনিওজেনেসিস

অপচিতি বিপাক বা ধ্বংসাত্মক বিপাক:- যে জৈব রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সজীব কোশের জটিল জৈব যৌগগুলি বিশ্লিষ্ট হয়ে সরল জৈব যৌগে পরিবর্তিত হয় এবং যার ফলে দেহের শুষ্ক ওজন কমে যায় তাকে অপচিতি বিপাক বা ধ্বংসাত্মক বিপাক বলে।

যেমন শ্বসন, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস

উদাহরণস্বরূপ বলা যেতে পারে শর্করার সরল রূপ গ্লুকোজ। এই গ্লুকোজ সজীব কোশের মধ্যে জারিত হয়ে CO2, H2O এবং প্রাণীর ব্যবহারযোগ্য শক্তি (উচ্চশক্তিসম্পন্ন ফসফেট যৌগ) তৈরি করে শ্বসন প্রক্রিয়ায়। তাই শ্বসন প্রক্রিয়ার অন্তর্গত Glycolysis, Krebs Cycle-কে বিপাক ক্রিয়া রূপে গণ্য করা হয়। 


tags:

metabolism

types of metabolism

বিপাক

বিপাকের শ্রেণীবিভাগ

Reactions

Post a Comment

0 Comments