গলগন্ড রোগের কারণ || Causes of goitre || Symptoms of goitre

 গলগন্ড রোগের কারণ 

Causes of Goitre 


Causes of goitre



গলগন্ড রোগের কারণগুলি কি কি? এই রোগের লক্ষণ ও প্রতিকারের উপায় সম্পর্কে লেখ।

গলগন্ড রোগের কারণ:- গলগন্ড রোগের মূল কারণ হলো খাদ্যে আয়োডিনের অভাব। এর ফলে থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদনে ব্যর্থতা। 

খাদ্যে আয়োডিনের অভাব দুটি কারণে হতে পারে। সেগুলি নিচে আলোচনা করা হলো - 

1) পরিবেশগত কারণ:- পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের ফলে সেই অঞ্চলের মাটি লবণ ধুয়ে যায়, ফলে মাটিস্থিত আয়োডিনের পরিমাণ অনেক কমে যায়। তাই পার্বত্য অঞ্চলের উৎপন্ন ফসলে আয়োডিনের ঘাটতি যথেষ্ট পরিমাণে থাকে। ফলে পার্বত্য অঞ্চলের মানুষের দেহে খাদ্যের মাধ্যমে সঠিক মাত্রায় আয়োডিন গৃহীত হয় না এর ফলে তারা সহজেই আয়োডিনের অভাবজনিত গলগন্ডের শিকার হয়।

এই কারণে হিমালয়ের পার্বত্য অঞ্চল ও তার পাদদেশ জুড়ে গলগন্ডের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়।

গয়োট্রোজেনিক খাদ্য সংক্রান্ত কারণ:- কিছু কিছু খাদ্যে থায়োসায়ানেট জাতীয় উপাদান থাকে, যা গ্রহণ করলে  উপাদানগুলি দেহে আয়োডিনের শোষণ কমিয়ে দেয়, যার ফলে গলগন্ড হয়, এই উপাদানগুলিকে গয়োট্রোজেনিক উপাদান বলে। যেমন - শালগম, ফুলকপি, বাধাকপি, মুলো প্রভৃতি উদ্ভিজ্জ খাদ্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তারা অন্য খাদ্যের আয়োডিনকে দেহের কাজে ব্যবহৃত হতে দেয় না। 


Symptoms of Goitre


গলগন্ড রোগের লক্ষণ


লক্ষণ:-  গলগণ্ডের লক্ষণগুলি হল -

1) থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। ব্যাথা অনুভূত হয়।

2) মৌল বিপাকীয় হার বৃদ্ধি পায়।

3) চোখের পাতার চলন হার হ্রাস পায়।

4) চোখ দুটি ঠেলে বেরিয়ে আসে। ফলে চোখ দুটি অস্বাভাবিকভাবে বড় দেখায়


How to cure goitre


প্রতিকার:- গলগন্ড রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলো -

1) গলগন্ড রোগ প্রতিকার করতে হলে 0.2 - 0.3mg থাইরক্সিন প্রয়োগ করতে হয়। 

2) দৈনন্দিন খাদ্যের সঙ্গে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে।

3) প্রতিদিনকার খাদ্যে আয়োডিন সমৃদ্ধ খাদ্য, যেমন সামুদ্রিক মাছ, গেঁড়ি, গুগলি, সবুজ টাটকা শাকসবজি, ফল দুধ, ইত্যাদি উপযুক্ত মাত্রায় দিতে হবে।

4) গয়োট্রোজেনিক খাদ্য সম্পূর্ণরূপে বর্জন করতে হবে।



Tags:

causes of goitre

symptoms of goitre

how to cure of goitre

class 12 nutrition

hs nutrition


Reactions

Post a Comment

0 Comments